জেলা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নাটোর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় যাচ্ছেন। এসময় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ- উল্লাস করতে দেখা গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার থেকে নেতাকর্মী ও সমর্থকরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এসময় নেতাকর্মীরা তারেক বহমানকে নিয়ে নানা স্লোগান দেন।
এর আগে, নেতাকর্মী ও সমর্থকরা ওয়ালিয়া বাজারে এক বিশাল আনন্দ মিছিল করেন।
রবিউল ইসলাম নামে এক কর্মী বলেন, আমার নেতা তারেক রহমান দীর্ঘ দিন পর নিজ দেশে ফিরছেন। সেজন্য আমরা তাঁকে স্বাগত জানাতে ঢাকায় যাচ্ছি। অনেক আনন্দ লাগছে।
বিএনপির কর্মী ফারুক ইসলাম বলেন, আমার নেতা একপলক দেখতে যাচ্ছি। আজ এত আনন্দ লাগছে, যেন মনে হচ্ছে ঈদ আমাদের। জানি না তার দেখা পাবো কি না, তবুও তাকে শুভেচ্ছা জানাতে পুতুল আপার নেতৃত্বে আমরা ঢাকায় যাচ্ছি।
আব্দুল হাকিম নামে আরেক কর্মী বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমার নেতা দেশে আসছেন। আমরা সেজন্য সবাই নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে যাচ্ছি।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু বলেন, আমার নেতা তারেক রহমান দীর্ঘ বছর পর তার নিজ স্বদেশে ফিরছেন। সেজন্য লালপুর-বাগাতিপাড়া আসনের ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে আমরা নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঢাকায় যাচ্ছি। বাস, মাইক্রোবাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে প্রায় ২০ হাজার মানুষ লালপুর থেকে তারেক রহমানের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি।
গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম বলেন, নাটোর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী পুতুল আপার নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমানকে বরণ করতে যাচ্ছি। তাকে একপলক দেখার আশায় আমাদের নেতাকর্মীরা যাচ্ছি।
প্রতিনিধি/ এজে