images

সারাদেশ

যশোর থেকে বিএনপি নেতাকর্মীদের বাস-ট্রেনে ঢাকার উদ্দেশে যাত্রা

জেলা প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনকে ঘিরে যশোরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা। তাকে এক নজর কাছ থেকে দেখার আশায় বাস ও ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ডে বিএনপি নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা আগেভাগেই ঢাকার পথে যাত্রা করেন। একই সময়ে রেলস্টেশনেও ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল দশটার দিকে যশোর থেকে ছেড়ে যাওয়া চিত্রা ট্রেনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

আরও পড়ুন

তারেক রহমানের সংবর্ধনায় কুমিল্লা থেকে দেড় লাখ নেতাকর্মী ঢাকায় আসছেন

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়ায় তারা উচ্ছ্বসিত। অনেকেই বলেন, এই আগমন দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

এদিকে, রাত সোয়া ১২টায় যশোর থেকে স্পেশাল ট্রেনে করে যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন আরো নেতাকর্মী।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, রাতের ট্রেন পুরো রিজার্ভ করা হয়েছে। এছাড়া বিকেলেও ট্রেনেও গেছে হাজার হাজার নেতাকর্মী। যশোর জেলা থেকে এক লাখ লোক ঢাকাতে সমাগম হবে।

প্রতিনিধি/এসএস