উপজেলা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
খুলনার সাংবাদিক মিলনকে হত্যা ও দেশের দুই শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা, সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
খুলনার ডুমুরিয়া উপজেলার সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বলেন, অনতিবিলম্বে সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা এসব কথা বলেন।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, স্বাধীনতার পর দেশের কোনো গণমাধ্যমের অফিসে এই ধরনের ন্যক্কারজনক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এই হামলা কেবল দুটি পত্রিকার ওপরে নয়, এটি দেশের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের ওপর সরাসরি আঘাত।
আরও পড়ুন
সাংবাদিকরা, হত্যা ও হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান।
![]()
সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, সাংবাদিক আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির, আবুবকর সিদ্দিক, ফরিদ হোসেন, মোকাররম মামুন, মো. নুর নবী জনি, শাহাদাত হোসেন রতন, হাবিবুর রহমান, রবিউল ইসলাম, মিজানুর রহমান, কামরুজ্জামান রানা, মাজহারুল ইসলাম, ইমরান হোসেন, ফারুক হোসেন, কবির হোসেন,, নজরুল,নজরুল ইসলাম শুভ, নাসির উদ্দিন, , রুবেল, রুবেল ও এরশাদ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
শুধু হামলাকারী নয়, এর নেপথ্যে যারা ইন্ধন জুগিয়েছে, তাদেরও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথা বলেন তারা।
প্রতিনিধি/এসএস