images

সারাদেশ

দুইবার ধর্ম বদলে ২ তরুণীকে বিয়ে, যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

জেলা প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে প্রথমে বিয়ে করেন এক হিন্দু যুবক। আট বছর পর দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় মুসলিম তরুণীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগ উঠেছে ওরফে অর্জুন ধর হীরা ওরফে মো. হীরা মিয়া (৩২) নামে সেই যুবকের বিরুদ্ধে।

এ ঘটনা ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জে।

এবার সেই যুবকের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী মুসলিম তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ধর্ষণের মামলা করেছেন।

আদালত মামলাটি আমলে নিয়ে গত ১৬ নভেম্বর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়।

গত সপ্তাহে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করলে ভুক্তভোগী তরুণী পক্ষপাতমূলক অভিযোগ তুলে আদালতে নারাজি দেন।

এদিনই আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য সিআইডি পুলিশকে দায়িত্ব দেন।

বুধবার (২৪ ডিসেম্বর) নেত্রকোনা সিআইডি পুলিশের পরিদর্শক মো. চান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করা হচ্ছে।

এর আগে, চলতি বছরের ৩১ জুলাই ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে অর্জুন ধর হীরা ওরফে মো. হীরা মিয়ার বিরুদ্ধে এ মামলাটি করেন।

এদিকে ভুক্তভোগী তরুণী বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করায় তাকে বিয়ে করেছিলাম। আট বছর কেটে গেছে ভালোই। এর মধ্যে দুটো ছেলে-মেয়ে হয়েছে। বড় মেয়েটা মাদরাসায় ভর্তি করেছি। ২০২২ সালের ২৩ জানুয়ারি আবার এক হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে সে। তার পরিবারের লোকজনের কাছে বিচার দিয়েও কোনো লাভ হয়নি। এভাবে ঝগড়া বিবাদে চলছিল দিন। পরে চলতি বছরের ২৬ এপ্রিল এফিডেভিট করে আমাকে ডিভোর্স দেয়। এসময় পোলাপানের খরচ বহন করবে বলেও জানায়। পরে ১৮ জুলাই রাতে বাসায় এসে আমাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে আদালতে মামলা করার পরামর্শ দেয় পুলিশ।

আরও পড়ুন

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

ভুক্তভোগী আরও বলেন, আদালত পিবিআইকে মামলার তদন্ত করার নির্দেশ দেন। কিন্তু তদন্ত কর্মকর্তা অভিযুক্তের কাছ থেকে টাকা খেয়ে আদালতে মনগড়া প্রতিবেদন জমা দিয়েছেন। আসামির একাধিক সিম কার্ড রয়েছে। তিনি একটি মাত্র সিমের তথ্য যাচাই করেছেন। আমার পিরিয়ড চলাকালীন ডাক্তারি পরীক্ষা করতে সময় চাই, তিনি প্রতিবেদনে মিথ্যা লিখে দিয়েছেন। এমনকি আমার মা ও ভাইয়ের দেওয়া জবানবন্দি তিনি প্রতিবেদনে উল্টো লিখে দিয়েছেন। তাই নারাজি দেওয়া হয়েছে। এখন আদালত সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। আশা করছি ন্যায়বিচার পাব।

অভিযুক্ত অর্জুন ধর হীরা ওরফে মো. হীরা মিয়া জেলার খালিয়াজুরী উপজেলার শালদীঘা এলাকার মৃত জয়কৃষ্ণ ধর ওরফে জয়দেব ধরের ছেলে। মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুরে তাদের বাসা রয়েছে। আর ভুক্তভোগী মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর হাসপাতাল এলাকার বাসিন্দা।

এ বিষয়ে অভিযুক্ত অর্জুন ধর হীরা ওরফে মো. হীরা মিয়ার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুরে বসবাসকালে একই এলাকার এক মুসলিম তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন অর্জুন ধর হীরা। পরে ২০১৪ সালে আদালতের মাধ্যমে অ্যাফিডেভিটের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম মো. হিরা মিয়া রাখেন। এরপর ওই মুসলিম তরুণীকে বিয়ে করেন তিনি। ২০১৭ সালে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। মুসলিম নামানুসারে নাম রাখা হয় শিশুর। পরে ২০২২ সালের শুরুতে আরও একটি ছেলে সন্তানের জন্ম হয়। তবে ২০২২ সালের ২৩ জানুয়ারি আবার ধর্ম বদল করে অন্য একটি হিন্দু তরুণীকে বিয়ে করেন অর্জুন ধর হীরা। এতে করে ছেলে মেয়ের জন্ম পরিচয় নিয়ে বিপাকে পড়েছেন ভুক্তভোগী তরুণী।

প্রতিনিধিও/এসএস