জেলা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
নেত্রকোনার আটপাড়ায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার সুখারি ইউনিয়নের করাদ্দুব গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে পার্শ্ববর্তী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইকবাল হোসেন ও স্থানীয় কাছু মিয়া গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জেরে আজ সকালে গ্রামের সামনে ধানক্ষেতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপেরই কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
এদিকে, খবর পেয়ে আটপাড়া থানার পুলিশ, উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস