জেলা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
পুষ্টি নিশ্চিত ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ১৩১ জন কৃষকের মাঝে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
‘আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম’ এর রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আয়োজনে বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেবীপুর ইউনিয়নের কালেশ্বরগাঁও গ্রামের কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
বীজ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আলা উদ্দিন শেখ। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহীনুর রহমান, ইএসডিও'র রিঅ্যাক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলমসহ অনেকে।
![]()
এসময় তারা প্রশিক্ষণে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের অভাবজনিত সমস্যাসমূহ, জিংক ঘাটতি দূর করার উপায় এবং জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত ও উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রত্যেক কৃষকে ৪ কেজি করে জিংক সমৃদ্ধ ধানের বীজ প্রদান করেন।
আরও পড়ুন
প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, রিঅ্যাক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়ামের মাধ্যমে বাংলাদেশের ঠাকুরগাঁওসহ আরও তিনটি দেশে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের অধীনে হারভেস্টপ্লাসের কার্যক্রম ইএসডিওর মাধ্যমে মাঠ পর্যায়ে পরিচালিত হচ্ছে।
তারা আরও জানান, হারভেস্টপ্লাস বিশ্বব্যাপী ভিটামিন ও খনিজসমৃদ্ধ বায়োফরটিফাইড খাদ্যশস্যের উদ্ভাবন ও বিস্তারে কাজ করে আসছে। বাংলাদেশে বর্তমানে আমন মৌসুমে ব্রি ধান ৭২, বিনা ধান ২০, এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ জিংক সমৃদ্ধ ধানের ব্যাপক চাষাবাদ করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস