images

সারাদেশ

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত

জেলা প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট, সূর্যের দেখা না মেলায় দিনভর অনুভূত হচ্ছে তীব্র শীত।

Chuadanga_Lowest_24-12_(6)

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৫ শতাংশ। প্রতিদিনই তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ায় শীতের কামড় আরও শক্ত হচ্ছে।

Chuadanga_Lowest_24-12_(4)

তীব্র এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষ। জীবিকার তাগিদে হাড়কাঁপানো শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে তাদের। শীতবস্ত্রের অভাবে অনেকেই রাস্তার মোড়ে মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কনকনে ঠান্ডায় রাস্তাঘাটে লোকসমাগমও কমে গেছে উল্লেখযোগ্য হারে।

 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান নিশ্চিত করেছেন যে, আজ রেকর্ড করা তাপমাত্রাটিই এখন পর্যন্ত দেশের ও এ জেলার চলতি মৌসুমের সর্বনিম্ন। কুয়াশা না কাটা পর্যন্ত শীতের এই দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, হাড়কাঁপানো শীতে কষ্টে থাকা অসহায় মানুষেরা স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

প্রতিনিধি/টিবি