images

সারাদেশ

জামালপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও তার স্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

জেলা প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

জামালপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ও তার স্ত্রীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।

এর আগে সন্ধ্যায় নির্বাচনি এলাকা-১৪০ জামালপুর-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং জামালপুর সিভিল জজ (বকশীগঞ্জ) আরিফ হোসাইন স্বাক্ষরিত পত্রে এই নোটিশ জারি করা হয়।

আরও পড়ুন

কুমিল্লায় প্রকাশ্যে বই দেখে অনার্স পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা!

নেটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মোস্তাফিজুর রহমান বাবুল ও তার স্ত্রী। সেই প্রচারণার ভিডিও নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। সেই ভিডিও পর্যালোচনায় দেখা গেছে গতকাল ২২ ডিসেম্বর রাতে মেলান্দহ উপজেলার গোবিন্দী খানবাড়ি এলাকায় দোয়া মাহফিলের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের উপস্থিতিতে তার স্ত্রী তুহিনা আক্তার শিউলি তার বক্তব্যে ভোট চেয়েছেন। পাশাপাশি আরও কথাও বলেছেন। যেটিতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৩ এবং ১৮ এর লঙ্ঘন হয়েছে।

37174

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বলেন, যদি কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে। সে দলেরই প্রার্থী হোক না কোনো তার বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস