images

সারাদেশ

ফেনীতে লায়ন্স ফ্যামিলির কম্বল পেল হতদরিদ্ররা

জেলা প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ফ্যামিলির উদ্যোগে ফেনী ছাগলনাইয়ায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপাল ইউনিয়নের পূর্ব গোপাল একতা সংঘ কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল লায়ন জেলা ৩১৫ বি ২ এর অন্যতম ৪টি ক্লাব লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী, ফেনী সিটি, ফেনী সেন্ট্রাল, ফেনী অর্কিড এর সমনন্বয়ে ফেনী লায়ন্স ফ্যামিলির আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী প্রেসিডেন্ট লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন।

মোশাররফ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশের ঘোপাল তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর মোহাম্মদ হেলাল, জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মাস্টার মুমিনুল হক পাটোয়ারী, উপদেষ্টা মোকছোদ আহমেদ পাটোয়ারী, এ এস আই ফরিদ।

এই সময় স্থানীয় শীতার্ত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।