জেলা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
হবিগঞ্জে দুই দিনব্যাপী পার্থ-সঞ্জীব জন্মোৎসবে প্রথম দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরীর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা, সাহিত্য সম্মাননা প্রদান, কবিতা আবৃত্তি, বইমেলা ও উদ্যোক্তা মেলা।
পার্থ-সঞ্জীব স্মৃতি পরিষদের সভাপতি সিদ্দিকী হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনি, পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি নাসরিন হক, সম্মিলিত নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল এবং খোয়াই থিয়েটারের সভাপতি ও পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেল।
খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ এবং শিক্ষক ও কবি তাহমিনা খাতুন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। আলোচনা পর্বটি সঞ্চালনা করেন পার্থ-সঞ্জীব স্মৃতি পরিষদের সহ-সাধারণ সম্পাদক মহাথির মোহাম্মদ।
অনুষ্ঠানে বাংলা গবেষণা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক জাহান আরা খাতুনকে ‘পার্থসারথি চৌধুরী সাহিত্য সম্মাননা-২০২৫’ প্রদান করা হয়। প্রধান অতিথি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্বের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। গুণী এই ব্যক্তিত্বের জীবনী পাঠ করেন পারমিতা মোদক এবং মানপত্র পাঠ করেন মৌমিতা রায় তুলি। মূল আলোচনার আগে ‘চারুকণ্ঠ শিল্পাঙ্গন’-এর শিল্পীরা মনোজ্ঞ কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
প্রতিনিধি/একেবি