জেলা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ২৯.৫ কেজি গাঁজাসহ মুর্শেদ কামাল (৩৫) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতি পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতার হওয়া কামাল জেলার মাধবপুর উপজেলার মাদারগড়া গ্রামের বামিন্দা।
এর আগে, সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ২টায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি অভিযানিক দল জেলার মাধবপুর উপজেলার রতনপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে, মাদারগড়া গ্রামের মুর্শেদ কামালের ঘরের ভিতর ১ জন মাদক কারবারি মাদকদ্রব্য μয় বিμয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
ওই সংবাদ পেয়ে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়েছে। র্যাবের জিজ্ঞাসাবাদে সে জানায়, তার শয়ন কক্ষের দক্ষিণ পাশের রুমে বক্স খাটের নিচে গাঁজা রয়েছে।
তল্লাশি করে তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে নীল রঙের পলিথিন ও খাকী রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৯.৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে মামলা দায়ের পূর্বক মুর্শেদ কামালকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এজে