images

সারাদেশ

ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক

জেলা প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-২ সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার রঞ্জন কুমার দাসের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।  

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সোবহান, জেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল বারেক, হরিপুর উপজেলা সভাপতি সুমন সরকার এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক জালালউদ্দিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী ফারুক হাসান বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। ঠাকুরগাঁও-২ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, কর্মসংস্থান, শিক্ষা ও ন্যায্য উন্নয়নের দাবিকে সামনে রেখেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এ আসনকে একটি মডেল এলাকায় রূপান্তর করাই আমার লক্ষ্য।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ গণতন্ত্র, সুশাসন ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় জনগণের পাশে থেকে একটি মানবিক ও দায়িত্বশীল রাজনীতি উপহার দিতেই এই প্রার্থীতা।

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই প্রার্থীতা ঠাকুরগাঁও-২ আসনের নির্বাচনি মাঠে নতুন মাত্রা যোগ করবে।

প্রতিনিধি/ এজে