images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল, ৪ ম্যাগাজিন ও গুলি জব্দ

জেলা প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ২০২৫ সকালে শিবগঞ্জ উপজেলার রাঘববাটি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র জব্দ করা হয়।

আরও পড়ুন

নওগাঁ সীমান্তে বিজিবির টহল জোরদার

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

thumbnail_1000270316

এর আগে গত ১৫ ডিসেম্বর  ৫৩ বিজিবি পৃথক অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

প্রতিনিধি/এসএস