images

সারাদেশ

ফেনী-৩ আসনে মনোনয়নপত্র নিলেন শিবির নেতা ডা. ফখরুদ্দিন মানিক

জেলা প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জুলাই অভ্যুত্থানের শহীদ মাহবুবুল হাসানের বড় ভাই মাহমুদুল হাসান, জামায়াতের নির্বাচন পরিচালনা  কমিটির পরিচালক জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, দাগনভূঁঞা উপজেলা সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলালসহ নেতারা।

IMG-20251223-WA0020

আরও পড়ুন

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতারা

মনোনয়ন সংগ্রহকারী ডাক্তার ফখরুদ্দিন মানিক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দাগনভুইয়া ও সোনাগাজীতে ব্যাপক সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

প্রতিনিধি/এসএস