images

সারাদেশ

আইনজীবী আলিফ হত্যার মামলা বিচারিক আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আবু বক্কর সিদ্দিক এ আদেশ প্রদান করেন। এ সময় শহীদ আলিফের পিতা ও মামলার বাদী জামাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা গত ১ জুন ২০২৫ চার্জশিট দাখিল করেন। পরে ১৫ আগস্ট শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করেন। চার্জশিটভুক্ত ৩৯ জন আসামির মধ্যে বর্তমানে ১৭ জন পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ক্রোকি ও হুলিয়া জারি করা হয়েছে এবং পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। নিম্ন আদালতের সব আইনানুগ কার্যক্রম শেষ হওয়ায় মামলাটি এখন বিচার উপযোগী অবস্থায় রয়েছে।

অপরদিকে আলোচিত এ মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে হস্তান্তরের দাবিতে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন জামাল উদ্দিন। আলিফ হত্যা মামলার আইনজীবী ও চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

প্রতিনিধি/ এজে