images

সারাদেশ

জোটের মারপ্যাঁচে বাদ পড়লেন খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

জেলা প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এই আসনে আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন।

দীর্ঘদিন এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা সত্ত্বেও ইঞ্জিনিয়ার তুহিনকে প্রাথমিক প্রার্থী তালিকায় রাখা হয়নি। আজ (২৩ ডিসেম্বর) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলে দেখা যায়, সেখানে জোট প্রার্থী হিসেবে মঞ্জুরুল ইসলাম আফেন্দির নাম ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই আসনে দলীয় প্রার্থীর পরিবর্তে জোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা চরম হতাশা প্রকাশ করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।

নেতাকর্মীদের দাবি, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন দীর্ঘদিন ধরে সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করেছেন এবং সাধারণ মানুষের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তাদের মতে, স্থানীয় বাস্তবতা ও ত্যাগী নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে জোটের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, এই সিদ্ধান্ত দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করতে পারে এবং নির্বাচনী মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কেউ কেউ কেন্দ্রীয় নেতাদের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। আবার অনেক নেতাকর্মীর দাবি, জোটের প্রার্থীকে এলাকার সাধারণ মানুষ চেনেনই না।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত দলীয় হাই কমান্ড কিংবা মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় ভোটারদের বড় একটি অংশ বলছেন, ‘এবার আমরা কোনো বিশেষ প্রতীক বা দল দেখে নয়, বরং ব্যক্তির যোগ্যতা দেখে ভোট দেব। দীর্ঘ প্রতীক্ষার পর এবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, তাই আমরা সৎ ও স্বচ্ছ ব্যক্তিকে নির্বাচিত করতে চাই।’ তারা মনে করেন, শাহরিন ইসলাম তুহিন মনোনয়ন পেলে এলাকার উন্নয়নের সম্ভাবনা বেশি থাকত।

এই আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে রয়েছেন রাশেদুজ্জামান রাশেদ।

প্রতিনিধি/একেবি