জেলা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
এসময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর জেলা শাখার সভাপতি রঞ্জিত কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন— জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেনকান্তি পন্ডিত ভজন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর নেতা গৌরাঙ্গ সরকার, তাপস রাজবংশী ও কালীপদ দে প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দিপু চন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে হত্যা মধ্যযুগী বর্বরতাকে হার মানিয়েছে। এই নৃশংস হত্যা কাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় সাম্প্রদায়িকতা বিনষ্ট করতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করেছে বলেও জানান বক্তারা।
প্রতিনিধি/টিবি