জেলা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এই মাদকবিরোধী অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করে।
পৃথক তিনটি অভিযানে জব্দ করা এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের কুলাঘাট চেকপোস্টে বিজিবি’র একটি টহল দল তল্লাশি চালায়। এসময় শরীরের সঙ্গে বিশেষ কায়দায় ১.২ কেজি গাঁজা বেঁধে পাচারের সময় নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। এর আগে, এদিন ভোর ৩টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর বিওপি এলাকায় অপর এক অভিযানে ১১০০ পিস ইয়াবাসহ মো. আবুল কাশেম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করে বিজিবি।
এছাড়া, গত সোমবার (২২ ডিসেম্বর) রাতে ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট বিওপি এলাকায় বিজিবি টহলদলের চ্যালেঞ্জের মুখে এক চোরাকারবারি মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিনিধি/টিবি