জেলা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
উত্তরের জেলা কুড়িগ্রামে কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে জনজীবনে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে। তীব্র শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, ‘সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
প্রতিনিধি/ এমইউ