জেলা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম
ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ, গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজের কারণে সিলেটের কিছু নির্দিষ্ট এলাকায় আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ কেভি ফিডারসমূহের লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।
১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকাসমূহেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ১১ কেভি রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
একই সময়ে ১১ কেভি কুমারপাড়া ফিডারের আওতাধীন যতরপুর, মিরাবাজার, উদ্দীপন, আগপাড়া, মৌসুমী আগপাড়া, ঝেরঝেরিপাড়া ও আশপাশের এলাকাসমূহ এবং ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন উপশহর ব্লক এ, বি, সি, ডি, এবিসি পয়েন্ট, তেররতন, সৈয়দানীবাগ, সাদারপাড়া ও আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নিরাপত্তার স্বার্থে উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট লাইনগুলোকে চালু বলেই গণ্য করতে বলা হয়েছে, যাতে কেউ অসাবধানতাবশত দুর্ঘটনার শিকার না হন।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এই অসুবিধার জন্য সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রতিনিধি/ এমইউ