images

সারাদেশ

কিশোরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড গুলিসহ রিভলভার উদ্ধার

জেলা প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ এএম

কিশোরগঞ্জ শহরে পরিত্যক্ত অবস্থায় দুই রাউন্ড গুলিসহ এক রিভলভার উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরান থানা এলাকার ধোপাবাড়ি মহল্লায় রেললাইন সংলগ্ন একটি মেহগনি গাছের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রেললাইনের পাশে একটি গাছের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলভার পাওয়া যায়। রিভলভারটির ভেতরে দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, উদ্ধার করা রিভলভারটি প্রাথমিকভাবে অকেজো বলে ধারণা করা হচ্ছে। তবে অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। উদ্ধার হওয়া অস্ত্রটি কি উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত- জানতে পুলিশ কাজ করছে বলে জানি‌য়ে‌ছেন তি‌নি।

প্রতিনিধি/টিবি