images

সারাদেশ

নুরের আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ বিএনপি নেতার

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ এএম

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের নির্বাচনী সমীকরণ নতুন মোড় নিয়েছে। এই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তাঁর পক্ষে উপজেলা বিএনপির নেতা–কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একই আসন থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তাঁর দলের ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর স্থানীয় রাজনীতিতে আসন সমঝোতা নিয়ে নানা গুঞ্জন চলছিল। তবে হাসান মামুনের মনোনয়নপত্র সংগ্রহ সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।

মনোনয়নপত্র সংগ্রহের সময় গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, নুরুল হক নুর দু–একটি আসনের জন্য সমঝোতায় যাবেন না বলে জানিয়েছেন। তিনি নির্বাচন করুন বা না করুন, তারা হাসান মামুনের পক্ষেই থাকবেন।

স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে হাসান মামুন বলেন, আসন সমঝোতা হলেও যদি তিনি দল থেকে শেষ পর্যন্ত সবুজ সংকেত না পান, তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনী মাঠে থাকবেন।

গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব বিধিবিধান তাঁদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

এআর