জেলা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ ৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমেঘা–নলুয়া সড়কের কালমেঘা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আবির (১৫), কালিদাস বল্লা চালা গ্রামের মইনদ্দিনের ছেলে লিখন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়া এলাকার রউফ মিয়ার ছেলে সাব্বির (২০)। আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতনের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
![]()
আহত দুই জনের একজনের নাম মাজিদুল, তিনি উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের হান্নান মিয়ার ছেলে এবং ও অপর আহতের নাম সুজন, সে কালমেঘা গ্রামের রাজু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বেলতলী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।
অপর আহত ৪ জনের মধ্যে লিখনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হলে পথেই তার মৃত্যু হয়। লিখনের মৃত্যুর প্রায় আধাঘণ্টা পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির নামে আরেকজন মারা যান।
![]()
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আবু বকর সিদ্দিক বলেন, হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রেরণ করা হয়। শুনেছেন রাস্তায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সখীপু থানার (ওসি তদন্ত) মোশারফ হোসেন চৌধুরী জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস