জেলা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার কামারদহ ইউনিয়নের শেরপুর সতিতলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান।
অভিযানে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে জমির মালিক কাজী হারুন অর রশিদ মামুনকে ওই অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়রা জানায়, ইতোমধ্যে উপজেলার গোয়াল পাড়া, তারদহ, শেরপুর, তুলশী পাড়ার একাংশ শত শত বিঘা জমির বৃষ্টির পানি বছরের পর বছর ধরে এই জমির উপর দিয়েই স্বাভাবিকভাবে প্রবাহিত হতো। উল্লিখিত জমিটি একটি গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে অবস্থিত এবং সংলগ্ন স্থানে একটি ব্রিজ রয়েছে। কিন্তু হঠাৎ করে জমির মালিক ব্রিজের মুখে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুকুর খননের কাজ শুরু করেন। এতে আশপাশের কৃষিজমি জলাবদ্ধতার আশঙ্কায় পড়ে। অবৈধভাবে পুকুর খননকালে গ্রামবাসী বাধা দিতে গেলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তারা।
পরবর্তীতে নিরুপায় হয়ে এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধ পুকুর খননের বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে তুলশী পাড়ার পুকুর খনন স্থানে গিয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমির মালিক কাজি হারুনা অর রশিদ মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে