জেলা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নি।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের উপস্থিতিতে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনি কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের ঘোষণা দেন সাবিরা সুলতানা মুন্নি।
সাবিরা সুলতানা মুন্নি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। যশোর-২ আসনের সাধারণ মানুষের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে আমি কাজ করতে চাই।
তিনি বলেন, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলাকে উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের মডেল হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
এদিকে বিএনপির নেতাকর্মীরা বলেন, দলীয় মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নির নেতৃত্বে যশোর-২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে এবং ভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করবে।
প্রতিনিধি/ এজে