images

সারাদেশ

মাঠভরা আলু, লোকসানের আশঙ্কায় চাষিরা

জেলা প্রতিনিধি

২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলায় চলতি মৌসুমে আগাম আলু চাষে বিপাকে পড়েছেন কৃষকেরা। মাঠে ফলন ভালো হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। এতে লোকসানের শঙ্কা আর অনিশ্চয়তায় দিন কাটছে উপজেলার শত শত কৃষক পরিবারের।

উপজেলার আলোকঝাড়ী, আঙ্গারপাড়া, ভাবকী, খামারপাড়া ও ভেড়ভেড়ি ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়— দলবেঁধে নারী-পুরুষ কৃষকরা আলু তুলছেন, পরিষ্কার করছেন, বাজারে নেওয়ার প্রস্তুতিও চলছে। তবে কর্মব্যস্ততার মাঝেও নেই স্বস্তির হাসি, চোখেমুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।

আঙ্গারপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল মজিদ বলেন, ফলন ভালো, কিন্তু দাম নেই। আলু তুললেই লোকসান। ঋণ শোধ করা তো দূরের কথা, সংসারই ঠিকমতো চলছে না।

ভেড়ভেড়ি ইউনিয়নের কৃষক রওশন আলীর অভিযোগ, হিমাগারে আলু রাখার মতো সামর্থ্য অনেকের নেই। বাধ্য হয়ে খেতেই কম দামে বিক্রি করতে হচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি ছোট কৃষকেরাই।

উপজেলা কৃষি অফিসের তথ্য বলছে, গত বছর খানসামায় আগাম আলু আবাদ হয়েছিল ১ হাজার ১৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে তা কমে দাঁড়িয়েছে ৮৯০ হেক্টরে। উৎপাদন খরচ বৃদ্ধি ও আগের মৌসুমে দাম না পাওয়াই আবাদ কমার মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, এ মৌসুমে ফলন মোটামুটি ভালো হলেও একই সময়ে বেশি আলু বাজারে আসায় দাম কমে গেছে।

তিনি জানান, কৃষকদের ক্ষতি কমাতে মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং বাজার পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রতিনিধি/এজে