জেলা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জয়পুরহাটে আনন্দ মিছিল বের করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সহ সভাপতি আবু তাহের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, দফতর সম্পাদক রাসেল আহমেদ আকাশ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদ উদ্দিন, রবিউল ইসলাম, সদস্য সচিব রিপন হোসেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান, পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান হাসান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, কালাই ছাত্রদলের আহ্বায়ক কাফি, সদস্য সচিব আশরাফুল ইসলামসহ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত। তার নেতৃত্বে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে।
বক্তারা আরও বলেন, প্রবাসে থেকেও তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তার আগমনে ছাত্রদলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হবে।
প্রতিনিধি/এসএস