images

সারাদেশ

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি : সংবাদ সম্মেলনে অভিযোগ যুবদল নেতা

জেলা প্রতিনিধি

২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুবদল নেতা এসব কথা বলেন। 

মামুনুর রশিদ বলেন, লিটন হোসেনসহ তিনজন ভুয়া সাংবাদিক। তারা সিরাজগঞ্জ মিডিয়া নামে একটি ফেসবুক পেইজ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। ওই পেইজে তারা মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করে আমার এবং দলের সুনাম ক্ষুণ্ন করছে।

তিনি বলেন, লিটন সাংবাদিক পরিচয়ে বহুলী ইউনিয়নের জনগণের সঙ্গে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। বহুলী ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিকে চাঁদাবাজি, আলমপুর বাজার কসাইখানায় যারা মুরগী বিক্রি করে, সেইসব গরীব মানুষকে মরা মুরগী বিক্রির কার কথা বলে ভয় দেখিয়ে টাকা নিচ্ছে। এছাড়াও কিছুদিন পূর্বে আলমপুর বাজার সংলগ্ন কালিদাসগাঁতীতে চাঁদা চাওয়ার কারণে তাদেরকে স্থানীয় জনতা গণধোলাই দেয়। তাদের কারণে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমার নামে অপপ্রচার শুরু করেছে। একটি কুচক্রী মহলের প্ররোচনায় তারা এসব করছে বলে দাবি করেন তিনি। এ অপপ্রচারের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শিগ্‌গিরই তাদের মামলা দায়ের করা হবে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ৩নং বহুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম পিন্টু, মো. জিয়াউর রহমান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাজমুল হুদা, মো. রাজু আহমেদসহ যুবদলের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/ এজে