images

সারাদেশ

গুলিবিদ্ধ এনসিপি নেতার অস্ত্রোপচার সম্পন্ন

জেলা প্রতিনিধি

২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি গুলি তাঁর মাথার বাম পাশ দিয়ে লেগে বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তাঁকে হাসপাতালের একটি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর নিরাপত্তায় হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন, গুলিটি মাথার ভেতরে প্রবেশ করেনি, চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। তবে এখনো তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিবারের সদস্যরা বলছেন, মোতালেব শিকদারের ব্যক্তিগত কোনো শত্রু নেই। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা।

মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা তাসলিম বলেন, এক অটোরিকশাচালক ফোন করে গুলির ঘটনার কথা জানান। পরে স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে এনসিপির নেতারা বলেন, খুলনায় গত কয়েক মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। ঢাকায় হাদী হত্যাকাণ্ডের পর খুলনায় জাতীয় শ্রমিক শক্তির এক নেতার ওপর হামলার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তাঁরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সোনাডাঙ্গা মজিদ সরণির একটি বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এআর