জেলা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা–নির্যাতনের বিরুদ্ধে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শরীয়তপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হামলা ও অগ্নিসংযোগ করে কখনোই গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না। সত্য প্রকাশের পথ বন্ধ করতে যারা সহিংসতার আশ্রয় নিচ্ছে, তারা মূলত গণতন্ত্রকেই আঘাত করছে। জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম আলো ও ডেইলি স্টার যে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা রেখেছিল, সেটিই একটি মহলকে ক্ষুব্ধ করে তুলেছে।
বক্তারা অভিযোগ করে বলেন, একটি উগ্র গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে গণমাধ্যমের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ চালাচ্ছে। অথচ সরকার এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ না নিয়ে শুধু বিবৃতি দিয়েই দায় সারছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, চব্বিশের অভ্যুত্থান কোনো অরাজকতা কিংবা ভয়ের সমাজ গড়ার জন্য হয়নি। এ অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর, সুষ্ঠু, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায়— যেখানে মানুষ নির্ভয়ে মত প্রকাশ করতে পারবে, সাংবাদিকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন।
মানববন্ধন থেকে অবিলম্বে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসস প্রতিনিধি মজিবুর রহমান, আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার, দৈনিক সংগ্রামের প্রতিনিধি কেএম মকবুল হোসেন, প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষসহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
প্রতিনিধি/ এজে