images

সারাদেশ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

জেলা প্রতিনিধি

২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) আওতাধীন দৈখাওয়া বিওপি এলাকার সীমান্ত মেইন পিলার ৯০২-এর কাছে ভারতের উত্তর গোতামারী নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. রনি (২২)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের মো. হারুনের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, ভারতের ৭৮ শিষরাম বিএসএফ ক্যাম্পের একটি টহল দল বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছুড়লে রনি গুলিবিদ্ধ হন। বিএসএফ-এর ছোড়া গুলি তার পেটে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/একেবি