images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নবান্ন উৎসব পালিত

জেলা প্রতিনিধি

২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব পালিত হয়েছে।

chapai_1

সোমবার (২২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ শহর এলাকায় বরেন্দ্র কৃষি উদ্যোগ এই উৎসবের আয়োজন করে।

শুরুতে বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম মানিক, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জানৃালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ।

chapai_2

পরে বিভিন্ন পিঠাপুলির স্বাদ গ্রহণ করেন উপস্থিত সকলে। এতে বিভিন্ন কৃষি উদ্যোক্তা, সাংবাদিক, সাংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

chapai_3

শেষে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করে মানিক ও হীরক।

প্রতিনিধি/ এজে