জেলা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পিএম
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ‘জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’। শীতের কষ্ট লাঘবে সংস্থাটির উদ্যোগে নীলফামারীর ডোমার ও জলঢাকা উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলার ডোমার ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩হাজার ৭০ জন শীতার্ত ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ করা হয়। এ সময় সংস্থার পক্ষ থেকে ২ হাজার ৪০০টি কম্বল, মহিলাদের ৫০০টি শাল চাদর এবং ১৭০টি রুম হিটার বিতরণ করা হয়।
![]()
বিতরণকালে উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, নীলফামারীর স্থানীয় প্রতিনিধি সোহেল রানা, নূর কামাল, বুলবুল ইসলাম, দেলোয়ার হোসেন, আল আমিন সহ আরও অনেকে।
আয়োজকরা জানান, শীতের তীব্রতা থেকে খেটে খাওয়া ও অসহায় সাধারণ মানুষ যাদের প্রয়োজনীয় শীতবস্ত্র ক্রয়ের সক্ষমতা নেই তাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শীতকালে এমন উপহার পেয়ে উপকারভোগীরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, চলতি শীতে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি। এ অবস্থায় জাকাত ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা কম্বল, রুম হিটার এবং নারীদের জন্য শাল চাদরের মান অত্যন্ত উন্নত। শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রমে অনেক মানুষ উপকৃত হচ্ছেন উল্লেখ করে তারা এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিনিধি/এসএস