images

সারাদেশ

‘মাফিয়া স্বৈরাচার শত চেষ্টা করেও খালেদা জিয়ার সম্মান কেড়ে নিতে পারেনি’

জেলা প্রতিনিধি

২১ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, ফ্যাসিস্ট মাফিয়া স্বৈরাচার শত চেষ্টা করেও খালেদা জিয়ার সম্মান কেড়ে নিতে পারেনি। বিশ্বজুড়ে দোয়ায় ভাসছেন খালেদা জিয়া, আল্লাহপ্রদত্ত সম্মান কেড়ে নিতে পারেনি ফ্যাসিস্ট শক্তি। তিনি আজ শুধু একটি দলের নয়, তিনি দেশের জাতীয় ঐক্যের প্রতীক।

রোববার (২৩ ডিসেম্বর) খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের কুদ্দস মেম্বারের বাড়িতে মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, ২৩ নভেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তরে এবং দেশের বাইরেও প্রবাসী বাংলাদেশিরা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নিয়মিত দোয়া মাহফিল করছেন। প্রতিটি মুহূর্তে তার জন্য দোয়া করা হচ্ছে। এই ভালোবাসা ও দোয়ার শক্তিই প্রমাণ করে, তিনি এখনো এ জাতির হৃদয়ে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, মিথ্যা মামলা, কারাবন্দিত্ব, নির্যাতন ও অসুস্থতার মধ্যেও দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন থেকেছেন। জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো মাথা নত করেননি। এ কারণেই আজ তিনি নির্যাতিত গণতন্ত্রের প্রতীক এবং জাতির ঐক্যের বাতিঘর।

দোয়া মাহফিল শেষে বিকেলে আজিজুল বারী হেলাল রূপসার বামনডাঙ্গা আদর্শ যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন

কুমিল্লায় বিএনপিতে যোগ দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মী

এসময় তিনি বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম। একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিএনপি সরকার গঠন করলে পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরি করা হবে এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর মতো ক্রীড়াক্ষেত্র থেকেও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে। খেলা শেষে তিনি সাবেক ছাত্রনেতা জাফরের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম এ মালেক। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, জি এম কামরুজ্জামান টুকু, শেখ আব্দুর রশিদ, মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জাবেদ হোসেন মল্লিক, বিকাশ মিত্র, শফিকুল ইসলাম বাচ্চু, মিকাইল বিশ্বাস, কবির শেখ, সাইফুল, আজিজুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মো. রয়েলসহ মহিলা দলের নেত্রী শাহানাজ বেগম, মনিরা সুলতানা ও রোকসানা বেগম।

প্রতিনিধি/এসএস