জেলা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে দলীয় নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. আব্দূল ছালামের কাছ হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, সদস্য সচিব সৈয়দ তাকিউর রহমান, নড়াইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তবিবুর রমান মনু ও নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শফিউল্লাহ।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নড়াইল-২ আসনটি তারেক রহমানকে উপহার দেওয়া হবে। নির্বাচিত হলে নড়াইলের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিকে রোববার দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রতিনিধি/এসএস