জেলা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
“শীতার্ত মানুষের পাশে আমরা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে মাহবুব অ্যান্ড কোম্পানি পরিবারের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গুড নেবারস বাংলাদেশের জেনারেল অ্যাফেয়ার্স টিমের টিম ম্যানেজার রতন বালা, নির্বাচন তদন্ত কমিশনের সদস্য আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি বিশ্ব নাথ রায় সহ মাহবুব অ্যান্ড কোম্পানি পরিবারের সদস্যরা।
প্রতিনিধি/ এজে