জেলা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুনে রাকিব হোসেনের ওষুধের দোকান, সুলতান মেলকারের চায়ের দোকান, বেলাল মেলকারের মুদি ও মনোহারি দোকান, আমিন হোসেনের মুদি দোকান এবং নয়ন শরীফের খাবার হোটেল সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরবর্তীতে খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার সোরহাব বলেন, আগুন লেগেছে রাত সাড়ে ৩টার দিকে। আমরা কল পেয়েছি ৪টার দিকে। যেতে যেতে সাড়ে ৪টা বেজে গেছে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
প্রতিনিধি/টিবি