images

সারাদেশ

শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ এএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম।

গ্রেফতাররা হলেন— শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি উপজেলার নিশাপট গ্রামের বাসিন্দা আ. সহিদ (৬০) ও চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উপজেলার উত্তর আমকান্দি গ্রামের বাসিন্দা আ. কাদির সুমন (৩৯)।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম বলেন, বিকেলে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রতিনিধি/টিবি