images

সারাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা অস্ত্রসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ এএম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘বুইস্যা বাহিনী’র প্রধান শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

শনিবার (২০ ডিসেম্বর) রাতে বিশেষ এক অভিযানে বুইস্যাকে গ্রেফতার করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় র‌্যাব-৭-এর মিডিয়া সেন্টার চান্দগাঁও ক্যাম্পে (বহদ্দারহাট) এক আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিফিংয়ে র‌্যাব-৭ পতেঙ্গার ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রান লিডার মো. মিজানুর রহমান অভিযানের বিস্তারিত তুলে ধরবেন।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানায়, শহীদুল ইসলাম ওরফে বুইস্যা দীর্ঘদিন ধরে চান্দগাঁও, পাঁচলাইশ ও বহদ্দারহাট এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী আইনে অন্তত ২০টির বেশি মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বহদ্দারহাট ফিনলে স্কয়ার শপিং মলের পাশের খালপাড় ও আশপাশের এলাকা দীর্ঘদিন ধরে বুইস্যার প্রভাববলয়ে ছিল। ওই এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের লেনদেন ও সন্ত্রাসী কার্যক্রম তার নির্দেশেই পরিচালিত হত। তার বাহিনীর সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তারে নিয়মিত ভয়ভীতি ও অস্ত্র প্রদর্শন করত। বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটকে বুইস্যা বাহিনী ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করত। সেখানে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তি ও প্রতিপক্ষদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলেও অভিযোগ রয়েছে।

 

প্রসঙ্গত, চুরি ও ছিনতাই দিয়ে অপরাধজগতে প্রবেশ করা বুইস্যা পরবর্তীতে কিশোর গ্যাং নিয়ন্ত্রণের মাধ্যমে মাদক ও অস্ত্র ব্যবসার বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে। পুলিশের একাধিক জরিপ ও গোয়েন্দা প্রতিবেদনে চট্টগ্রাম নগরের সক্রিয় কিশোর গ্যাংগুলোর পৃষ্ঠপোষকদের তালিকায় তার নাম উঠে এসেছে।

প্রতিনিধি/টিবি