জেলা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ তার জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে না আনায় এলাকায় গভীর শোক ও বিষাদ নেমে এসেছে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো একনজর দেখা থেকে বঞ্চিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা গভীর দুঃখ প্রকাশ করেছেন।
এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ‘হাদি খুব ভালো মানুষ ছিলেন। আমাদের ছোট ভাই হিসেবে তাকে খুব স্নেহ করতাম। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। হাদির জানাজা নলছিটিতে হওয়া উচিত ছিল। আমরা তার জানাজায় অংশ নিতে পারলাম না, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সরকার হাদির চিকিৎসার জন্য অনেক কিছু করেছেন, তাকে সিঙ্গাপুর পাঠিয়েছেন। কিন্তু তার মরদেহটি একবার নলছিটিতে এনে জানাজার ব্যবস্থা করে তারপর ঢাকায় দাফন করা যেত। তাহলে আমাদের মনে শান্তি থাকত।’
আরেক বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘হাদির জন্ম, শৈশব এবং বেড়ে ওঠা সবই এই মাটিতে। তাই তাকে নিজ জন্মভূমিতে শেষ বিদায় জানানোর প্রবল আকাঙ্ক্ষা ছিল আমাদের। কিন্তু সেই সৌভাগ্য আমাদের হলো না। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। একজন ভালো মানুষ চলে গেল, আর অপরাধী পালিয়ে থাকবে এটা হতে পারে না। তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। তা না হলে দেশে ভালো মানুষের কদর থাকবে না; মানুষ সত্য কথা বলতেই ভয় পাবে।’
স্থানীয় তরুণ আলভী জানান, ‘হাদি ভাই সবসময় আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দিতেন। বিভিন্ন কর্মশালায় আমাদের যুক্ত করতেন। এলাকায় এলেই তিনি আমাদের নিয়ে বসতেন। তার জানাজা নলছিটিতে না হওয়ায় এলাকাবাসী অত্যন্ত মর্মাহত। শেষ বিদায়ে অংশ নিতে অনেকেই ঢাকা ছুটে গেছেন।’

এদিকে হাদির স্মরণে নলছিটি শহরের সকল দোকানপাট দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রেখে শোক পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
প্রতিনিধি/একেবি