জেলা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম
জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাতানীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ হাজার ভারতীয় রুপিসহ তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. আসাদ। তিনি উপজেলার বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান (পিএসসি) জানান, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে সাতানীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ ২ হাজার ৫০০ টাকাসহ মো. আসাদকে আটক করা হয়। জব্দকৃত রুপি ও অন্যান্য মালামালসহ তাঁকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় মাদক ও সকল ধরনের পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/একেবি