জেলা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখসারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় পটুয়াখালীতে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী পৌর শহরের ঝাউতলাস্থ শহীদ হৃদয় তরুয়া চত্বরে পটুয়াখালী সর্বদলীয় জুলাই ঐক্যের আয়োজনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা অধ্যাপক শহিদুল ইসলাম কায়সারী, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটুয়াখালী সর্বদলীয় জুলাই ঐক্যের সভাপতি আব্দুল্লাহ আন নাহিয়ান, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা, সাবেক সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মো. মিরাজ ইমতিয়াজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তোফাজ্জেল হোসেন, পটুয়াখালী ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম এবং পটুয়াখালী সর্বদলীয় জুলাই ঐক্যের সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান।
জানাজা শেষে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বক্তারা তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
প্রতিনিধি/এসএস