images

সারাদেশ

সাতক্ষীরায় ৩৫১ বোতল ফেনসিডিল জব্দ

জেলা প্রতিনিধি

২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে ৩৫১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-৬। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যায়।

র‍্যাব-৬ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে র‍্যাব-৬-এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল কলারোয়া থানার চন্দনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে সেখান থেকে ৩৫১ বোতল ফেনসিডিল (উইনসেরেক্স) উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কুমিল্লায় যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ জব্দ, আটক ১

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় ফারুক (৩৫) ও দেলোয়ার হোসেন নামে দুজন পালিয়ে যায়। তারা চন্দনপুর এলাকার বাসিন্দা। উদ্ধার করা ফেনসিডিল জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও পলাতক আসামিদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ফেনসিডিল কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস