images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ওসমান হাদির গায়েবানা জানাজা

জেলা প্রতিনিধি

২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) আসর নামাজের পর শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন রাজশাহী মহানগরীর জামায়াতের আমির ড. মাওলানা মো কেরামত আলী।

thumbnail_IMG_20251220_181730

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আল বাশরী সোহান, সাইমুম পারভেজ,তন্ময় আহম্মদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কুষ্টিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা

এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ওসমান হাদি যেভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায় ও নীতির পথে চলা এবং দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার যে আদশ দিয়ে গেছেন সে আদর্শ ধারণ করার আহবান জানান।

শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

প্রতিনিধি/এসএস