images

সারাদেশ

জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতি হয় না: টুকু

জেলা প্রতিনিধি

২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘রাজনীতি জনগণের জন্য; তাই জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতি হয় না, বড়জোর দেশ শাসন করা যায়। গণতন্ত্রকে লালন করতে পারলে বাংলাদেশ সঠিক পথে চলবে। বাংলাদেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, বিএনপিই তাকে টেনে তুলেছে।’

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের একটি মিলনায়তনে জেলা ব্যবসায়ী ঐক্যজোট আয়োজিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই সভার আয়োজন করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপিই একমাত্র দল যারা জনগণকে সঙ্গে নিয়ে সব সময় গণতন্ত্র রক্ষায় নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতার যুদ্ধে মূল অবদান রেখেছেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। আবার স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

গোপনে কারও সঙ্গে হাত মিলিয়ে দেশকে অস্থিতিশীল করা কিংবা পরিচয় গোপন রেখে কাজ করাকেও ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। তিনি আরও বলেন, ‘চব্বিশের জুলাই আন্দোলনে জাতি ঐক্যবদ্ধ ছিল। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান শামিম প্রমুখ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রতিনিধি/একেবি