images

সারাদেশ

‘নির্বাচন বানচালের জন্য হাদিকে গুলি করা হয়েছিল’

জেলা প্রতিনিধি

২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচন বানচালের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল। হাদির মৃত্যু সংবাদের পর প্রথম আলো, ডেইলি স্টার অফিস, ছায়ানট ভবন, নিউএজ সম্পাদক নুরুল কবির ও বিভিন্ন স্থানে সহিংস হামলাসহ দেশব্যাপী সহিংস হামলা নির্বাচন বানচালসহ রাষ্ট্রের বিরুদ্ধে মাস্টারপ্ল্যানের প্রজেক্ট। এই সুযোগে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পথে বাঁধা সৃষ্টি করাও এই প্রজেক্টের উদ্দেশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের দুধকুড়া গ্রামে হাজং সম্প্রদায়ের নবান্ন উৎসব ‘দেউলী উৎসব’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, পতনের পর পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট গোষ্ঠী ও দেশে উত্থান হওয়া উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের উদ্দেশে এসব ঘটনা ঘটাচ্ছে। তারা পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতিষ্ঠিত মিডিয়া হাউজে আক্রমণ চালিয়ে বহির্বিশ্বে এ ধারণা প্রতিষ্ঠিত করতে চায় যে - গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ উগ্রবাদীদের কবলে চলে গেছে। দেশবাসীকে বোঝাতে চায়- দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই।

তিনি বলেন, শুধু মিডিয়া হাউজ নয়, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মাজার, সাংস্কৃতিক উৎসবে বাঁধা প্রদান করে তারা উদারনৈতিক রাষ্ট্রীয় চরিত্রকে পাল্টে দিতে চায়। যেমনটি আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল এবং দেশের গণতান্ত্রিক ও মানবিক চরিত্র গুম করেছিল।

তিনি অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের নীরবতা, নির্লিপ্ততা ও ভ্রান্ত নীতি আধিপত্যবাদী, ফ্যাসিবাদী ও উগ্রবাদী গোষ্ঠীকে ষড়যন্ত্রের জাল বিস্তারে উৎসাহিত ও সুযোগ করে দিচ্ছে। গতকাল মিডিয়া হাউসে হামলার সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকার এর দায় এড়াতে পারবে না।

প্রতিনিধি/ এমইউ