জেলা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি বলেছেন, ‘আমাদের লড়াই কিন্তু আজকের না। এই লড়াই দুইশ’ বছরের লড়াই। ভারত আর আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন বানচাল করতে। নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া যাবে না। সন্ত্রাসীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠির নলছিটি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মাসুমা হাদি বলেন, ‘যে দলের হোক, যে জাতের হোক আমাদের একটাই কথা ইনসাফের বাংলাদেশ হইতে হবে। আমরা কোনো রাষ্ট্রের তাঁবেদারিতে থাকতে চাই না। আমরা মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাই।’
তিনি আরও বলেন, ‘এমন ইনসাফের বাংলাদেশ গড়তে চাই যেখানে একজন মন্ত্রীর সন্তান যে সুবিধা পাবে; একজন রিকশা চালকের সন্তানও একই সুবিধা পাবে। এমন রাষ্ট্র কায়েম করতে হবে।’
এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাদিকে বহনকারী বিমান।
প্রতিনিধি/এফএ