images

সারাদেশ

সাবেক মন্ত্রী আনিসুলে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি

২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ এএম

সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দ্বিতল বাড়িটির দুটি কক্ষ ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামে এ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে মাইক্রোবাস-যোগে হঠাৎ একদল দুর্বৃত্ত ব্যারিস্টার আনিসের বাড়িতে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা খবর দিলে হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা অগ্নি সংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিনিধি/এমআই