images

সারাদেশ

প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি

২০ ডিসেম্বর ২০২৫, ১২:২১ এএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ায় গুলিবিদ্ধ সাগর মিয়া (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহত সাগর মিয়া মুন্সেফপাড়া এলাকার আবু সাঈদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন। ঘটনার আগের দিন মঙ্গলবার ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামের এক যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাগর মিয়া গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাগর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আহত যুবকের বাবা আবু সাঈদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।’

প্রতিনিধি/এমআই