জেলা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে সন্দেহজনক ১টি পিকআপ তল্লাশি করে প্রায় ২ কোটি ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৫০ কেজি শাপলাপাতা মাছ এবং পরিত্যক্ত অবস্থায় ২০ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ৯৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদফতর এবং বন বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
এসময় পিকআপ চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে পিকআপ ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদরাসা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং শাপলাপাতা মাছ রেঞ্জ সহকারী বন বিভাগ, পটুয়াখালী এর উপস্থিতিতে ধ্বংসের নিমিত্তে মাটিতে পুঁতে রাখা হয়।
মৎস্য সম্পদ এবং বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।
প্রতিনিধি/এসএস